ফের গেরুয়া শিবিরে ভাঙ্গন, অন্ডালে তৃণমূলে যোগ ৪নং মন্ডল সম্পাদকের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫জুনঃ
খনি অঞ্চলে বিজেপি থেকে তৃণমূলে কর্মী যোগদান নিয়ে অপপ্রচার চালাচ্ছে শাসকদল এই অভিযোগ এনে শনিবার সদ্য সাংবাদিক বৈঠক করা হয় উখরা অন্ডাল মণ্ডলের তরফে। আর তারপরেই একদিন যেতে না যেতেই সোমবার শিবির বদলের চিত্র দেখা গেল খনি অঞ্চলে। এবার অন্ডাল ৪নং মণ্ডলের সম্পাদক ভারতী ধীবর বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস যোগ দিলেন বলে জানানো হয় শাসকদলের পক্ষ থেকে। আজ সোমবার অন্ডাল উত্তর বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভারতী দেবীর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের ব্লক সভাপতি শশী চৌবে।
দলবদলের কারন হিসেবে ভারতী দেবী জানান যে, বিজেপিতে থেকে মানুষের জন্য কোন কাজ করতে পারছিলাম না। করোনা অতিমারীর সময়কালে তৃণমূল মানুষের পাশে রয়েছে। আমিও মানুষের জন্য কাজ করতে চাই। তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম।
উল্লেখ্য দিন কয়েক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন গোপাল গোস্বামী নামে বিজেপির এক প্রাক্তন বুথ সভাপতি। ভয় দেখিয়ে গোপালবাবুকে তৃণমূল দলে নিয়েছে বলে কয়েকদিন আগে সাংবাদিক বৈঠক করে দাবি করেন বিজেপির অন্ডাল ব্লক সভাপতি জয়ন্ত মিশ্র। এদিনের ভারতী দেবীর দলবদল এর বিষয়ে প্রশ্ন করা হলে জয়ন্ত বাবু বলেন বিষয়টি জানিনৎ। তাই এই বিষয়ে কোন মন্তব্য করব না। অন্যদিকে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত ব্লক সভাপতি শশী বাবু দাবি করেন বিজেপি ছেড়ে আরও অনেকে তৃণমূলে যোগ দেবেন।