জামুড়িয়ায় সৌহার্দ্যের ছবি, বিজেপি বিধায়িকাকে আপ্যায়ন তৃণমূল বিধায়কের
আমার কথা, জামুড়িয়া, ১৫ জুন:
নজিরবিহীন রাজনৈতিক সৌহার্দ্যের ছবি দেখা গেল জামুরিয়ায়। প্রথমে উত্তেজনা তারপর একে অপরকে জল খাইয়ে সম্মাননা জ্ঞাপন।।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিজেপি নেত্রী তথা বিধায়িকা অগ্নিমিত্র পল বিজেপি প্রার্থীদের সাথে নিয়ে জামুরিয়া সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরে যাওয়ার সময় তৃণমূল কর্মী সমর্থকরা বহিরাগত তকমা দিয়ে গো ব্যাক স্লোগান দিতে থাকে। বিজেপির পক্ষ থেকেও পাল্টা স্লোগান দেওয়া হয়।। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকায় প্রচুর পরিমাণ পুলিশ ঘটনাস্থলে চলে আসে। সেই সময় জামুরিয়ার বিধায়ক হরে রাম সিং তার দলবল নিয়ে সেখানে পৌঁছে যান। তিনি সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের এই ধরনের স্লোগান দিতে বিরত থাকার নির্দেশ দেন। তারপর তিনি অগ্নিমিত্রা পলের কাছে গিয়ে জানান এই ধরনের স্লোগান দেওয়া তাদের কর্মীদের উচিত হয়নি। এরপরই অগ্নিমিত্রা পলের উদ্দেশ্যে জলের বোতল বাড়িয়ে দেন হরে রাম সিং।
অগ্নিমিত্রা পল জানান এই ধরনের সৌজন্যতার পরিবেশ তারা বাংলায় দেখতে চান।
হরেরাম সিং জানান বিরোধী পক্ষের মনোনয়ন দিতে যদি কোনো সমস্যা হয় তাহলে তিনি নিজে দাঁড়িয়ে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যবস্থা করাবেন।