শেষ দিনে মনোনয়ন জমা দিলেন বিধায়ক নরেন চক্রবর্তীর সহধর্মিণী
আমার কথা, দুর্গাপুর, ১৫ জুন:
দুর্গাপুর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থীরা। বৃহস্পতিবার ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। সেদিনই পশ্চিম বর্ধমান জেলা পরিষদের চারটি আসনে মনোনয়ন জমা দিলেন চার প্রার্থী। এদিন জেলা পরিষদের পাণ্ডবেশ্বর এবং দুর্গাপুর ফরিদপুর আসনে প্রার্থীরা মনোনয়ন জমা দিলেন, যার মধ্যে রয়েছেন অনুভা চক্রবর্তী। যিনি জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্ত্রী। এদিন জেলা পরিষদের মনোনয়নপত্র জমা দিতে আসার সময় হাজির ছিলেন খোদ জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ তৃণমূলের নেতৃত্ব। দুর্গাপুরে মহকুমা শাসকের দপ্তরে জেলা পরিষদের তৃণমূল প্রার্থীরা নিজেদের মনোনয়ন জমা করেছেন।