পান্ডবেশ্বরে বিজেপি প্রার্থীকে হুমকি, নির্ভয়তার আশ্বাস জেলা সভাপতির
আমার কথা, পান্ডবেশ্বর, ১৬ জুন:
পঞ্চায়েত সমিতির এক বিজেপি প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠলো শাসক দলের বিরুদ্ধে। মিথ্যা অভিযোগ দাবি তৃণমূলের। বহুলা পঞ্চায়েত এলাকার ঘটনা।
আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনের জন্য বৃহস্পতিবার শেষ হয়েছে মনোনয়ন পর্ব। পাণ্ডবেশ্বর ব্লকে শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব শেষ হলেও বিরোধী প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল শাসকদলের বিরুদ্ধে। পাণ্ডবেশ্বর ব্লকের বহুলা পঞ্চায়েতের সি,এল জামবাদ ৯৫ নম্বর বুথ থেকে পদ্মফুল প্রতীকে পঞ্চায়েত সমিতিতে প্রার্থী হয়েছেন পিংকি বর্মন। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে এসে মনোনয়ন প্রত্যাহার করার জন্য তার উপর চাপ সৃষ্টি করে তৃণমূল নেতা বীর বাহাদুর সিং ও তার সঙ্গীরা বলে অভিযোগ। পিংকি দেবী জানান প্রার্থী প্রত্যাহার না করলে তার বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া, ছেলে ও স্বামীকে মারধর করা হবে বলে হুমকি দেয় তারা।
এদিকে হুমকি দেওয়ার কথা অস্বীকার করা হয়েছে শাসকদলের পক্ষ থেকে। দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন হুমকি দেওয়ার অভিযোগ মিথ্যা। পাণ্ডবেশ্বর সহ জেলার সব জায়গাতেই শান্তিপূর্ণভাবে মনোনয়ন পর্ব সম্পন্ন হয়েছে। বিজেপি সহ বিরোধীরা সব জায়গাতেই মনোনয়ন পত্র জমা দিয়েছে। বিরোধীদের সাথে মানুষ নেই, হার নিশ্চিত জেনেই তারা মিথ্যা অভিযোগ করছে। বিরোধী কোন প্রার্থী নিরাপত্তার অভাব বোধ করলে তিনি সরাসরি আমার কাছে আসুন, আমি তাকে নিরাপত্তা দেব বলে জানান নরেন্দ্রনাথ বাবু।