একই আসনে দলের দুই প্রার্থী, বিভ্রান্ত শাসক দলের কর্মীরা
আমার কথা, অন্ডাল, ১৮ জুন:
মনোনয়ন পর্ব শেষে দেখা যাচ্ছে উখরা গ্রাম পঞ্চায়েতের ২১১ নম্বর সংসদে (দাস পাড়া) সুলতা দাস ও পাপিয়া দাস নামে দুই প্রার্থী তৃণমূলের জোড়া ফুল প্রতীক নিয়ে নেমে পড়েছেন প্রচারে। একই দেওয়ালে পাশাপাশি দুই প্রার্থীর সমর্থনে রয়েছে দেওয়াল লিখন। জোড়া ফুল চিহ্নের পাশে দেওয়াল লিখনে ভোট দিয়ে জয়যুক্ত করার আবেদনও রয়েছে লেখা। জোড়া ফুল প্রতীকের দুই প্রার্থীকে নিয়ে এলাকায় ছড়িয়েছে কৌতুহল। বিষয়টি নিয়ে বিভ্রান্ত দলের কর্মী সমর্থকেরাও। জানা গেছে তৃণমূল দলের ঘোষিত প্রার্থী তালিকায় ২১১ নম্বর সংসদে প্রার্থী হিসাবে নাম রয়েছে সুলতা দাসের। তিনি দলের হয়ে মনোনয়ন জমা দেওয়ার পরদিন অপর প্রার্থী পাপিয়া দাসও মনোনয়ন জমা দেন ব্লক অফিসে।
বিষয়টি নিয়ে অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কালোবরণ মন্ডল জানান যে কেউ নিজেকে তৃণমূল প্রার্থী বলে দাবি করতেই পারেন। এতে দলের কিছু করার নেই। কিন্তু দল যাকে প্রতীক চিহ্ন দেবে তিনি হবেন দলের অফিসিয়াল প্রার্থী। এখনো কাউকে দলের প্রতীক দেওয়া হয়নি, বলে জানান কালোবরণ বাবু। এখন দেখার শেষ পর্যন্ত কার ভাগ্যে শিকে ছেঁড়ে, কে পায় দলের প্রতীক।