দুর্গাপুরে বাম প্রার্থী ও তার অন্ত:স্বত্ত্বা স্ত্রীকে মারধরের অভিযোগ তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে
আমার কথা, দুর্গাপুর, ২৪ জুন:
পঞ্চায়েত সমিতির সিপিআইএম প্রার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, আটক ৩। উত্তেজনা দুর্গাপুর ফরিদপুর ব্লকের কালিগঞ্জে। জানা গিয়েছে, এলাকাবাসীর সাথে সিপিআইএম নেতা প্রশান্ত রুইদাসের দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিবাদ চলছিল। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে প্রশান্ত রুইদাস পঞ্চায়েত সমিতির সিপিআইএমের প্রার্থী হতেই প্রশান্ত রুইদাসের বাড়ি যাওয়ার মূল রাস্তা বাঁশ দিয়ে ঘিরে বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ তৃণমূল ও বিজেপি কর্মীদের বিরুদ্ধে। তারই প্রতিবাদ করায় শনিবার প্রশান্ত রুইদাসকে বেধড়ক মারধর করে এলাকার পঞ্চায়েতের বিজেপি প্রার্থী আলোচনা রুইদাসের স্বামী মুক্তি রুইদাস ও তার দলবল ও তৃণমূলের বেশ কিছু কর্মীরা বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় প্রশান্ত রুইদাসকে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। প্রশান্ত স্ত্রী পূজা রুইদাস ৭ মাসের অন্তঃসত্ত্বা, তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। বর্তমানে পূজা দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে দুষ্কৃতীদের শাস্তির দাবিতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে আন্দোলন শুরু করে সিপিআইএম নেতৃত্ব। ব্যাপক উত্তেজনা শুরু হয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায়। দ্রুত অভিযুক্তদের শাস্তি দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি।
তৃণমূলের পাল্টা দাবি,এটা স্থানীয়দের সমস্যা, রাজনৈতিক রং লাগিয়ে প্রচার চাইছে সিপিএম।
প্রসঙ্গত, এই খবর সংগ্রহ করতে গেলে বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের দুই সাংবাদিককে ও তার ক্যামেরাম্যানদের হেনস্তা করা হয়।