নির্মল বাংলায় নিম্নমানের নির্মান সামগ্রী ব্যবহারের অভিযোগে মলানদিঘি পঞ্চায়েতে কাজ বন্ধ করল গ্রামবাসীরা
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৫জুনঃ
পশ্চিম বর্ধমানে কাঁকসা ব্লকে মলানদিঘীর পঞ্চায়েতে বিষুপুর গ্রামে নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে র্নিমল বাংলা শৌচালয়ে কাজ হচ্ছিলো এই অভিযোগে সেই কাজবন্ধ করে দিল এলাকার মানুষ ও বিরোধী দল বিজেপি । এলাকার মানুষদের অভিযোগ এই বিষুপুর গ্রামে গরীব মানুষদের জন্য ১১৭টি শৌচালয় তৈরী করা হচ্ছে আর তাতে যে সিমেন্ট সহ অন্যান্য সামগ্রী ব্যবহার করা হচ্ছে খুবই খারাপ। শুধু তাই নয় যে কটি নতুন শৌচালয় তৈরী হয়েছে তা ব্যবহারের আগেই ভেঙে পড়ছে।
সোমবার সকালে কাজ শুরু হতেই তা বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রামের মানুষজন আর তাদের সমর্থন জানায় বিজেপি সমর্থকরা।
বিষয়টি নিয়ে মলানদিঘীর পঞ্চায়েতের প্রধান পিন্টু মুখার্জি তদন্তের আশ্বাস দেন। যদিও এখনও পর্যন্ত লিখিত অভিযোগ তিনি পাননি তবে মৌখিক ভাবে শুনেছেন বলে জানিয়েছেন পিন্টুবাবু।
বিজেপি নেতা ভগীরথ ঘোষ জানিয়েছেন যেটা প্রশাসনের ধরা উচিত সেটা গ্রামের মানুষ ধরছে। তারা লিখিত অভিযোগ জানাবেন কাঁকসা বিডিওকে । পঞ্চায়েতের দুর্নীতি না ঠিকাদার দুর্নীতি করছে তদন্ত করুক প্রশাসনের পক্ষ থেকে।