আসানসোলে ঢুকতে পারছেন না জিতেন্দ্র তিওয়ারি, দুষলেন রাজ্য সরকারকে
আমার কথা, দুর্গাপুর, ২৬ জুন:
গত বছর ডিসেম্বর মাসের ১৪তারিখ আসানসোলে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং বিজেপি পুরমাতা চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ৩জনের। তারপর তা নিয়ে রাজ্য সরকার মামলা করে এবং মামলা শেষ না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশে জিতেন্দ্র তিওযারির আসানসোলে যাওয়া নিষেধ করা হয়। রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে আদালতে যাচ্ছে না আর তাই মামলা শেষ হতেও দেরি হচ্ছে। এই বিষয়টি নিয়ে সোমবার বিকেলে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে সাংবাদিক বৈঠক করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সেই সময় দুর্ঘটনা ঘটেছিল ঠিকই কিন্তু আসানসোলবাসীর পাশে তিনি প্রত্যেক মুহূর্তে ছিলেন আছেন এবং থাকবেন। সেজন্য একটি হেল্পলাইন নাম্বারেরও সূচনা করেন। রাজ্য সরকারের বিরুদ্ধে তুমুল সমালোচনা করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।