দুবারের বিধায়ক, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা প্রার্থীর মৃত্যু
আমার কথা, পান্ডবেশ্বর, ২৯জুন:
মারা গেলেন দু’বারের বিধায়ক, পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মদন বাউরী। বৃহস্পতিবার সকালে বাড়িতেই তার মৃত্যু হয়। নেতার মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার সকালে বহুলা হাইস্কুল পাড়ায় নিজের বাড়িতেই মৃত্যু হল পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি তথা তৃণমূল নেতা মদন বাউরীর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৫ বছর। এদিন সকালে তার মৃত্যুর খবরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য মদন বাবু আগে সিপিআইএম দলের সাথে যুক্ত ছিলেন। বিধায়ক হয়েছিলেন দু’বার। প্রথমবার বিধায়ক হন ২০০১, সালে । দ্বিতীয়বার বিধায়ক হন ২০০৬ সালে দুবারই তিনি বিধায়ক নির্বাচিত হয়েছিলেন তৎকালীন উখড়া বিধানসভা থেকে। ২০১৮ সালে দলবদল করে তিনি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। সেবার তৃণমূল পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলে সভাপতির দায়িত্ব পান মদন বাবু। এবারও বহুলা অঞ্চল থেকে পঞ্চায়েত সমিতির পদে দল তাকে প্রার্থী করেছিল। এলাকায় প্রচারও শুরু করেছিলেন তিনি।
প্রসঙ্গত: বেশ কিছুদিন ধরে মদনবাবু মধুমেয় সহ নানা রোগে ভুগছিলেন। মনোনয়ন জমা দেওয়ার দিন এতটাই অসুস্থ ছিলেন যে অক্সিজেন নিয়ে তারপর মনোনয়ন জমা করতে গিয়ে ছিলেন বলে পরিবার সুত্রে খবর। বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।