নির্বাচনের প্রাক্কালে বুদবুদে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জখম কর্মী ভর্তি হাসপাতালে
আমার কথা, বুদবুদ, ৩ জুলাই:
পঞ্চায়েত নির্বাচনের মিছিল থেকে গলায় গামছা বেঁধে তৃণমূল কর্মীকে অপহরণের অভিযোগ বহিষ্কৃত তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মী আউশগ্রামের তৃণমূল নেতা।
তাকে অপহরণ করে কয়েক কিলোমিটার দূরে নিয়ে গিয়ে
বেধড়ক মারধরের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যায় বুদবুদের দেবশালা পঞ্চায়েতের কাছ থেকে আজম মোল্লা নামে এক তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
গুরুতর আহত অবস্থায় তৃণমূল কর্মীকে উদ্ধার করে বুদবুদ থানার পুলিশ। আহত তৃণমূল কর্মীকে কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে বুদবুদ থানার পুলিশ।
আহত তৃণমূল কর্মী জানিয়েছেন ২০২১ সালে ৭ সেপ্টেম্বর দেবশালা পঞ্চায়েতের প্রধান শ্যামল বক্সির ছেলে চঞ্চল বক্সি খুন হয় দুষ্কৃতীদের গুলিতে। নাম জড়িয়ে ছিল বেশ কিছু তৃণমূল নেতার। তাদের নাম সামনে আসতেই তাদের বহিষ্কার করে তৃনমূল নেতৃত্ব।জামিনে মুক্তি পেয়ে সেই দুষ্কৃতিরা তৃণমূল কর্মী আজম মোল্লার ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে বুদবুদ থানার পুলিশ।