জেমুয়ায় ভোটারদের মন পেতে প্রচারে অভিনবত্ব
আমার কথা, দুর্গাপুর, ৫ জুলাই:
তৃণমূলের প্রচরে বাংলার সংস্কৃতি কীর্তন থেকে রণ পা, ছৌ থেকে গ্রামীন নৃত্য সঙ্গে ঢাকের তাল।
জেমুয়া গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থীদের প্রচারে মিছিলে দেখা গেল অভিনবত্ব।
জেমুয়া গ্রাম পঞ্চায়েতের শংকরপুর মোড় থেকে শুরু হয় বর্নাঢ্য মিছিল কালীগঞ্জ মোড় হয়ে কালীগঞ্জ গ্রাম থেকে মিছিল শংকরপুর গ্রাম হয়ে শেষ হয়। মিছিলে পা মেলান প্রার্থী সহ তৃণমূল কর্মী সমর্থকেরা। আকর্ষণীয় মিছিল দেখতে ভিড় জমে যায় সাধারণ মানুষের।
তৃণমূল নেতৃত্বের দাবি, গ্রামের ভোট চাইতে গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে যা নজর কাড়বে ভোটারদের।