হরিপুরে সাতসকালেই ঝামেলা, বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ
আমার কথা, পান্ডবেশ্বর, ৮ জুলাই:
বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগ, অভিযোগ অস্বীকার তৃণমূলের। হরিপুর পঞ্চায়েতের ৩২ নম্বর বুথের ঘটনা।
শনিবার ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়ালো হরিপুর পঞ্চায়েতের ৩২ নম্বর বুথে। বিজেপি প্রার্থী ভিকি চৌরাসিয়ার অভিযোগ তাকে ও তার বৃদ্ধ বাবাকে মারধর করা হয়। মারধরের অভিযোগ তৃণমূল প্রার্থী গোপীনাথ নাগের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে গোপীনাথ বলেন এরকম কোন ঘটনা ঘটেনি। পরাজয় নিশ্চিত জেনে ভিত্তিহীন অভিযোগ করছেন বিজেপি প্রার্থী। শান্তিপূর্ণ ভোট চলছে বলেও দাবি করেন গোপীনাথ বাবু।