তৃণমূল কাউন্সিলরের দপ্তরে ভাঙভুর, কাঠগড়ায় বিজেপি
admin
July 9, 2023
আমার কথা, আসানসোল, ৯ জুলাই:
আসানসোল পৌরনিগমের ১০৪নম্বর ওয়ার্ডের কাউন্সিলার অঞ্জন মন্ডলের অফিস ভাঙচুর চালানোর অভিযোগ। অভিযোগ শনিবার রাত্রে দুষ্কৃতিরা কাউন্সিলার অঞ্জন মন্ডলের কুলটি বিধানসভার অন্তর্গত সাঁকতোড়িয়া কার্যালয়ে ভাঙচুর চালায়। অভিযোগের তির বিজেপির দিকে। যদিও এই ঘটনার প্রক্ষিতে কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক চিকিৎসক অজয় পোদ্দার ঘটনার বিষয় নিয়ে কিছু বলতে চাইনি। পুলিশ এই ঘটনায় একজনকে আটক করেছে বলে খবর। ধৃতের নাম দীপ অগারওয়াল (রাজা )। সাঁকতোড়িয়া ময়লাগাদার বাসিন্দা বলে জানা গেছে।