কাঁকসা ব্লক জুড়ে ছাপ্পা ভোটের অভিযোগে সরব বিজেপি
আমার কথা, কাঁকসা, ৯ জুলাই:
কাঁকসা ব্লক জুড়ে অবাধ ছাপ্পা ভোট হয়েছে বলে দাবি বিজেপির।
রবিবার দুপুর ১২টা নাগাদ বিজেপির কাঁকসা ২ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালী সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে জানান শনিবার কাঁকসা জুড়ে পঞ্চায়েত নির্বাচনে অবাধ ছাপ্পা ভোট হয়েছে। এই দাবি তুলে তারা নির্বাচন কমিশনের কাছে কাঁকসা গ্রাম পঞ্চায়েতের ৯টি এবং ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের ৯টি বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। তার অভিযোগ রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের দলদাস হয়ে কাজ করেছে।
তার দাবি কাঁকসা ব্লকে যে সমস্ত এলাকায় বুথের থেকে ব্যালট বক্স বাইরে ফেলে দেওয়া হয়েছিল তা এলাকার মানুষ করেছিল এতে বিজেপির কেউ যুক্ত নেই।
তার অভিযোগ বহিরাগতরা বুথে ঢুকে মহিলাদের মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার চেষ্টা করে সেই সময় এলাকার মানুষ উত্তেজিত হয়ে ভোট দিতে না পারায় রাগে এবং ক্ষোভে তারা ব্যালট বক্স জলে ফেলে দেয়।