পুনর্নির্বাচনের আগের রাতে জামুড়িয়ায় তৃণমূল নেতাদের বাড়িতে ভাঙচুর
আমার কথা, জামুড়িয়া, ১০ জুলাই:
জামুড়িয়ার চিঁচুড়িয়া গ্রাম পঞ্চায়েতের ডাহুকা গ্রামে তৃণমূল নেতাদের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে গতকাল রাতে। পুনর্নিবাচনের আগের রাতে ভাঙচুর করা হয় ৬ জন তৃণমূল নেতার বাড়িতে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আর এই অভিযোগ উঠছে সিপিএম সমর্থকদের বিরুদ্ধে।
তৃণমূল নেতা উত্তম রানা জানান গতকাল রাত ২-২.৩০ নাগাদ তিনি যখন ঘুমিয়ে ছিলেন সেই সময় আচমকাই গুলি চলার আওয়াজ শুনতে পান। এরপর পর পর ইট পাটকেল পরার আওয়াজ সাথে ভাঙচুরের আওয়াজ শুনতে পান। আর এই ঘটনার পেছনে সিপিএমের হার্মাদ বাহিনীর হাত রয়েছে বলে তৃণমুলের অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার সিপিএমের। যদিও হামলার বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।
তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি বলে পুলিশ সুত্রে খবর।
অন্যদিকে জামুরিয়া চিঁচুড়িয়া পঞ্চায়েতের ডাহুগা গ্রামের ১৭৭ নম্বর বুথের পুনর্নির্বাচন আজ। রাজ্য নির্বাচন কমিশনারের নির্দেশ অনুসারে সকাল সাতটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার কথা কিন্তু সকাল হতে দেখা যাচ্ছে ঘড়ির কাটায় আটটা ভোটাররা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। ভোট প্রক্রিয়া শুরু হয়নি। পরে ভোটারদের চেঁচামেচির পর ভোট গ্রহণ শুরু হয়।