কাঁকসায় গণনাকেন্দ্রে বিরোধীদের ঢুকতে বাধা
আমার কথা, কাঁকসা, ১১ জুলাই:
কাঁকসার বিডিও অফিস সংলগ্ন একটি বেসরকারি কলেজের মঙ্গলবার সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে গণনা শুরু হলেও বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় উত্তেজনা।
মঙ্গলবার কাঁকসার গণনা কেন্দ্রের সামনে সিপিআইএম এর এজেন্টদের তাড়া করে শাসকদলের কর্মীরা বলে অভিযোগ। গণনাকেন্দ্রের বাইরে রীতিমতো ব্যারিকেড করে রেখেছে শাসকদলের কর্মীরা।
ঘটনাকে ঘিরে উত্তেজনা চড়ালে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতির সামাল দেয়।
ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ বিশাল পুলিশ বাহিনী।
যদিও তৃণমূল নেতা প্রবোধ মুখার্জি ঘটনার কথা অস্বীকার করেন।