ভোর হতেই নিজের পরিবারের কছে রওনা দিলো শহীদ রাজেশ ওরাংয়ের মরদেহ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুনঃ
সূর্য তখন পূর্ব আকাশে নিজের জায়গা করে নিয়েছে। প্রতিদিনই নেয়, আজও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু আজকের দিনের শুরুটা আর পাঁচটা দিনের মতো নয়। আজ ভোর হতেই নিজের বাড়ির পথে, নিজের পরিবারের কাছে রওনা দেবেন বীরভূমের মহম্মদবাজারের বেলগড়িয়ার বীর সন্তান। তাঁকে শ্রদ্ধা জানাতে ভোর থেকে প্রকৃতিও যেন প্রস্তুতি নিতে শুরু করেছিল। অবশেষে ভোর ৬টা নাগাদ পানাগড়ের সেনা হাসপাতাল থেকে নিজের জন্মস্থানের উদ্দেশ্যে রওনা দেয় কফিন বন্দি, ভারতের জাতীয় পতাকায় সুসজ্জিত রাজেশ ওরাংয়ের মরদেহ।
গতকাল রাত ৭টা ৪৫ নাগাদ বিমানে করে রাজেশের মরদেহ এসে পৌঁছয় পানাগড় সেনা ছাউনিতে। এই বীর সেনানিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান ও বীরভূমের দুই মন্ত্রী মলয় ঘটক ও চন্দ্রনাথ সিনহা্, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন সহ আরো অনেকে। শুধু তাই নয় তাঁকে দেশের এই বীর সন্তানকে শেষবারের মতো একবার দেখতে ভিড় জমিয়েছিলেন অনেক সাধারন মানুষজনও।