অজয় নদের উপর জলের তোড়ে ভাঙ্গল জয়দেব যাওয়ার অস্থায়ী বাঁধ
আমার কথা, পশ্চিম বর্ধমান, ১৯জুনঃ
পশ্চিম বর্ধমান ও বীরভুমের মধ্যে সংযোগ স্থাপনকারী কাঁকসার শিবপুরের অস্থায়ী বাঁধ ভাঙ্গল টানা বৃষ্টির জেরে। ফলে সমস্যায় পড়তে হল ওই এলাকায় বসবাসকারী মানুষজনদের। যদিও প্রতি বছরই বলতে গেলে এই সমস্যার মধ্যে পড়তে হয় তাদের।
প্রতিবছরই শীতের সময় এই দুই জেলার মধ্যে যাতায়াতের সময় বাঁচাতে ওই এলাকায় অজয় নদের উপর কালভার্ট দিয়ে তার উপর মাটি ফেলে একটি অস্থায়ী বাঁধ তৈরী করা হয়। কাজের জন্য এই দুই জেলার কয়কশো মানুষ এই বাঁধ ব্যবহার করেন। কিন্তু সাথে প্রতিবছর বর্ষা এলেই তৈরী হয় সমস্যা। দিন কয়েক ধরে ঝাড়খন্ডে টানা বৃষ্টিপাতের জেরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে অজয় নদের জলের স্তর বাড়তে শুরু করে।। এর জেরে সন্ধ্যার সময় ওই বাঁধে ভাঙ্গন ধরে। আর তা রাত বাড়ার সাথে সাথে সম্পূর্ণ জলের নিচে তলিয়ে যায়।আর সেই কারনে এখন বিপাকে পড়েছেন দুই জেলার মানুষ। সপ্তাহে দুদিন বীরভূমে অজয়ের ধারে জয়দেবে হাট বসে। কাঁকসা থেকে সেখানে সবজি থেকে শুরু করে নানা প্রয়োজনীয় সামগ্রী যায় বিক্রিবাট্টার জন্য। আর তা নিয়ে যাওয়ার জন্য এই অস্থায়ী বাঁধই মূলতঃ ব্যবহার করেন সকলে। কিন্তু গতকাল এই বাঁধ ভেঙ্গে যাওয়ায় তাতে সমস্যায় পড়তে হয়েছে ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের।