তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে রেশন ঘোটলার অভিযোগ, সিল করা হল দোকান
আমার কথা, আসানসোল, ১২ আগস্ট:
কুলটির ৬৩ নং ওয়ার্ডের কাউন্সিলার সেলিম আখতারের ওপর রেশন দোকানে ঘোটালার অভিযোগ উঠেছে। মঙ্গলবার খাদ্য দফতরের আধিকারিকেরা এসে রেশন দোকানটি সিল করে দিয়ে যায়। কুলটির ৬৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার সেলিম আখতার আনসারির রেশন দোকান সিলের ঘটনা রাজনৈতিক আকার ধারণ করেছে। এই ঘটনার প্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি অভিযোগ করে বলেন, তৃণমূল মানেই চোর। তিনি বলেন কেন্দ্রের সরকার পক্ষ থেকে পাঠানো রেশন সামগ্রী জালিয়াতি করে নেওয়া হয়। যাতে তা সাধারণ মানুষের কাছে না পৌঁছায়। ঘটনা অনুসারে কুলটির পতিয়ানা সংখ্যালঘু এলাকায় এক তৃণমূল কাউন্সিলার চারশো থেকে পাঁচশো কুইন্ট্যাল রেশন সামগ্রীর ঘোটালা করছে বলে রেশনিং কার্যালয়ে অভিযোগ জমা পড়ে। সেই অনুসারে রেশনিং অফিষের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হয়। অন্যদিকে আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিমূল হক বিজেপির অভিযোগের প্রেক্ষিতে বলেন, বিরোধী দলের কাজই হচ্ছে সমালোচনা করা। যে দলে যোগ দিলেই সবাই ওয়াশিং মেশিনের মতো ক্লিন হয়ে যায়। তবে সেলিম আখতার আনসারি জানিয়েছেন, তার ব্যক্তিগত কাজে কয়েক দিনের জন্যে তাকে বাইরে যেতে হয়েছিল। সেই সময় তার কাছে শোকজের নোটিস আসে। পরে তারা রেশন দোকান সিল করে যায়।