তৃণমূল নেতাকে গ্রেফতার করছে না পুলিশ, অভিযোগে থানায় বিক্ষোভ
আমার কথা, পান্ডবেশ্বর, ১৩ আগস্ট:
তৃণমূল নেতা সন্তোষ পাসওয়ান এর গ্রেপ্তারের দাবিতে পাণ্ডবেশ্বর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি। মিথ্যা অভিযোগ পাল্টা দাবি অভিযুক্ত তৃণমূল নেতার।
চলতি মাসের ১০ তারিখ পঞ্চায়েত এর বোর্ড গঠনের দিন পাণ্ডব সিং নামে এক বিজেপি কর্মীকে মারধর করেন তৃণমূল নেতা সন্তোষ পাসওয়ান। ঘটনাটি ঘটেছিল কেন্দ্র পঞ্চায়েতের রামনগর তিন নম্বর এলাকায়। মারধরের কারনে হাত ভাঙ্গে পান্ডব সিংয়ের। ঘটনার পরেই দলের পক্ষ থেকে অভিযুক্ত সন্তোষ পাসওয়ানের নামে পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের করা হয়। কিন্তু তারপরও পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ। সেই কারণেই আজ রবিবার বিজেপি দলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয় পাণ্ডবেশ্বর থানায়। বারোটা থেকে প্রায় ঘন্টা খানেক থানার সামনে চলে বিক্ষোভ। উপস্থিত ছিলেন বিজেপি দলের নতুন জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় সহ বিজেপি কর্মী সমর্থকরা। বাপ্পা বাবু বলেন পুলিশ দলদাসে পরিণত হয়েছে। এফআইআর থাকা সত্ত্বেও পুলিশ অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করছে না। দ্রুত গ্রেপ্তার না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলে জানান বাপ্পাবাবু।
অন্যদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল নেতা সন্তোষ পাসওয়ান বলেন মারধরের ঘটনার সাথে আমার কোন যোগ নেই । কুৎসা করতেই বিজেপি অপপ্রচার করছে।