গাড়ুইয়ের জলে ডুবে যাওয়া যুবকের দেহ উদ্ধার, পুরসভার ভূমিকায় ক্ষুন্ধ স্থানীয়রা
আমার কথা, আসানসোল, ১৬ আগস্ট:,
রেলপাড়ে গাড়ুই নদীতে তলিয়ে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হলো ২১ ঘন্টা পর। উল্লেখ্য ৭৭ তম স্বাধীনতা দিবসের দিনে, রেলপাড় ন্যাশনাল ম্যারেজ হল সিদ্দিকি সেতুর কাছে কয়েকজন স্থানীয়দের সাথে মহ: আকিব(২১) নামে এক যুবক গাড়ুই নদীতে স্নানে নামে। তারপরেই নদীতে তলিয়ে যায় আকিব। ঘটনার খবর দেওয়া হয় ফৈজিয়াম ফাঁড়ি ও আসানসোল উত্তর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে উদ্ধারকাজ শুরু করে। তবে পুরনিগম, দমকল বিভাগে খবর দেওয়া হলেও উদ্ধারকারী দল দেরিতে পৌঁছায় বলে স্থানীয়দের অভিযোগ। ১৫ আগষ্ট সারাদিন অতিক্রম হলেও আকিবকে উদ্ধার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত বুধবার সকালে বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা এসে নদীতে উদ্ধার কাজ শুরু করে ও ঘটনার ২১ ঘন্টা পরে আকিবের মৃতদেহ উদ্ধার করে। তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। কংগ্রেস নেতা প্রসেঞ্জিত পুইতুণ্ডি, শাহ আলম সহ অন্যান্যরা এই বিষয়ে সরাসরি তৃণমূল পরিচালিত পুরনিগমের ব্যর্থতা তুলে ধরেন। তারা দাবি করেন তৃণমূলের প্রথম প্রতিশ্রুতি ছিল গাড়ুই নদীর সংস্কার, যা পুরনিগম বোর্ড দেড় বছর গঠিত হওয়ার পরেও পূরণ হয়নি। তাই ২০২১ থেকে ২২ ও২৩ এ স্থানীয়দের ক্ষতি সহ একাধিক প্রাণ কেড়ে নিচ্ছে এই গাড়ুই নদী।