দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ঠিকাকর্মী এক কিশোরের
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২১জুনঃ
বিদ্যুতের খুঁটি উপরে বিদ্যুতপৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রায়ডাঙ্গার উজ্জয়িনীপল্লীতে। মৃত ওই কিশোরের নাম সাহিল সাজি(১৭)।
জানা গেছে, ৪৩নং ওয়ার্ডের অন্তর্গত ওই এলাকায় ডেঙ্গু প্রতিরোধের জন্য দুর্গাপুর নগর নিগমের তরফে আজ রবিবার সকালে স্থানীয়দের আবেদনে নিকাশী নালা পরিষ্কারের কাজ চলছিল। এই কাজের জন্য পোকলেন লাগানো হয় আর সেই পোকলেনে সহকারী হিসেবে কাজ করছিল সাহিল। প্রত্যক্ষদর্শীরা জানান যে, ঘণ্টা দেড়েক কাজ চলার পর বিশ্রাম নিতে নর্দমার পাশে বসে সাহিল। সেই সময় পোকলেনের চালকের অজ্ঞাতবসে পোকলেনে লেগে একটি বিদ্যুতের খুঁটির তার ছিঁড়ে সাহিলের গায়ে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই বিদ্যুৎপৃষ্ট হয়ে যায় সাহিল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। সাহিলকে তড়িঘড়ি দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, ৪৩নং ওয়ার্ডের পুরপিতা চন্দ্রশেখর ব্যানার্জী সহ পুরপিতা দেবব্রত সাঁই, সিফুল সাহা, সুভাষ মজুমদার সহ মেয়র পারিষদ রুমা পারিয়াল। চন্দ্রশেখর বাবু জানান ডেঙ্গু মোকাবিলায় নগর নিগমের তরফ থেকে জমা জল পরিষ্কারের কাজ চলছিল। রবিবার থাকায় ঘটনাস্থলে নগর নিগমের কোন সুপারভাইজার ছিল না। এমন অবস্থায় দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসি। নগর নিগমের ঠিকা সংস্থার মাধ্যমে কাজটি পরিচালিত হচ্ছিল। আগামী দিনে এমন ধরনের দুর্ঘটনা যেন না ঘটে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হবে। মৃত কিশোরের পরিবারকে সমবেদনা জানাই।
এদিকে মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।