চিনা হামলার প্রতিবাদে দুর্গাপুরে হেলমেট বিহীন বাইক র্যালি ঘিরে বিতর্ক
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২১জুনঃ
সম্প্রতি ভারতীয় সেনার উপর চিনা সেনাবাহিনীর হামলায় মৃত্যু হয় এই রাজ্যের দুই জওয়ানের। সেই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আজ রবিবার দুর্গাপুরের চার নং বোরো কমিটি থেকে সমস্ত জনপ্রতিনিধি ও সাধারন নাগরিকদের নিয়ে একটি বাইক র্যালি বের হয় দুর্গাপুর স্টেশন সংলগ্ন এস বি মোড় থেকে। কিন্তু এই বাইক র্যালিকে নিয়ে তৈরী হয় বিতর্ক। শিল্পাঞ্চলবাসীদের একাংশের মুখে শোনা যায় বাইক র্যালি নিয়ে সমালোচনা। তাদের অভিযোগ, এই প্রতিবাদ র্যালি একদিকে যেমন প্রশংসার দাবি রাখে তেমনই অপরদিকে এই র্যালিতে অংশগ্রহণকারী অধিকাংশ বাইক আরোহীর মাথা ছিল হেলমেটবিহীন যা কিনা রাজ্যের সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচীকে উলঙ্ঘন করা হয়েছে।
রাজ্যে পথ দুর্ঘটনা প্রতিরোধে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশাসনকে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীকে কড়াভাবে কার্যকরী করার নির্দেশ দিয়ে রেখেছেন। শুধু তাই নয় এই কর্মসূচী নিয়ে সাধারন মানুষকে সচেতন করতে প্রশাসনের তরফে নানা সময় নানা রকম পদক্ষেপ নিতে দেখা গেছে। সেখানে খোদ শাসকদলের নেতৃ স্থানীয়দের তত্বাবধানে নেওয়া এই বাইক র্যালিতে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রীর সেফ ড্রাইভ সেভ লাইফের এই নির্দেশকে কি বুড়ো আঙ্গুল দেখানো হল না? প্রশ্ন তুলছেন শহরবাসীর একাংশ।