তৃণমূলের দিল্লী চলো কর্মসূচীর প্রস্তুতি
আমার কথা, অন্ডাল, ২৫ সেপ্টেম্বর:
১০০ দিনের বকেয়া টাকা ফিরিয়ে আনতে তৃণমূল দলের পক্ষ থেকে অক্টোবর মাসের ২ ও ৩ তারিখ দিল্লিতে ধর্না কর্মসূচি করা হবে। সেই কর্মসূচিতে দলের সাংসদদের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের বিভিন্ন জেলার জব কার্ড হোল্ডারদেও। অন্ডাল ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধর্না কর্মসূচির প্রস্তুতি সভা আয়োজিত হলো। রবিবার দলের এই প্রস্তুতি সভাটি হয় অন্ডাল মোড় সংলগ্ন দলের ব্লক কার্যালয়ে। উপস্থিত ছিলেন দলের ব্লক সভাপতি কালোবরণ মন্ডল, ব্লক সহ-সভাপতি মলয় চক্রবর্তী, কাঞ্চন মিত্র, রাজু রায়, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকার সহ অন্যরা।
ব্লক সভাপতি কালোবরন মন্ডল জানান দিল্লির ধর্না কর্মসূচিতে অন্ডাল ব্লক থেকে ২২ জন যোগ দেবে। এর মধ্যে কুড়ি জন জব কার্ড হোল্ডার থাকবেন। ২৯ তারিখ তারা অন্ডাল থেকে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে পাড়ি দেবেন। ৩০ তারিখ কলকাতা থেকে তারা দিল্লি যাবেন। দলে ব্লক সহ-সভাপতি মলয় চক্রবর্তী বলেন ২-রা অক্টোবর সন্ধ্যা বেলায় এলাকার প্রতিটি পঞ্চায়েত অফিসের সামনে জব কার্ড হোল্ডারদের নিয়ে গ্রাম সভা আয়োজিত হবে। ৩ তারিখ পঞ্চায়েত অফিসের সামনে জায়েন্ট স্ক্রিন লাগিয়ে দিল্লির ধর্না মঞ্চের কর্মসূচি সরাসরি দেখানোর ব্যবস্থা ব্যবস্থা করা হয়েছে।