ধরা পড়ার ভয়ে খনি গর্ভে ঝাঁপ চোরের
আমার কথা, অন্ডাল, ১১ অক্টোবর:
চুরি করতে এসে ঘটলো বিপত্তি, ধরা পড়ার ভয়ে খনি গর্ভে ঝাঁপ দিল চোর। উদ্ধার করে চোরকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঘটনাটি ঘটে রামনগর দু’নম্বর কোলিয়ারিতে।
সাম্প্রতিক কালে ইসিএল এর পাণ্ডবেশ্বর এরিয়ার পরিত্যক্ত রামনগর দু’নম্বর খনিতে বাড়ছিল চুরির ঘটনা। বেড়েছে দুষ্কৃতিদের আনাগোনা। প্রায় দিন চুরি যাচ্ছিল পরিত্যক্ত খনির কেবল সহ লোহা ও তামার যন্ত্রাংশ। গতকাল মঙ্গলবার চুরির প্রসঙ্গটি পুলিশকে জানাই স্থানীয়রা। এদিন বুধবার সকালে ফের দু’জন দুষ্কৃতী হানা দেয় পরিতক্ত খনিতে। বিষয়টি স্থানীয়দের নজরে পড়ে। স্থানীয়দের তাড়া খেয়ে একজন দুষ্কৃতি পালাতে সক্ষম হয়। ধরা পড়ার ভয়ে অপর দুষ্কৃতী ঝাঁপ দেয় খনি গর্ভে। এলাকাটি ঘিরে রেখে স্থানীয়রা খবর দেয় পাণ্ডবেশ্বর থানার পুলিশকে। ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় খনির নিচে আটকে থাকা দুষ্কৃতীকে উপরে তুলে আনার কাজ। স্থানীয়রা দুষ্কৃতিকে খনি গর্ভ থেকে তুলে তাকে পুলিশের হাতে তুলে দেয়। ঝাঁপ দেওয়াই জখম হয় ওই দুষ্কৃতী বলে স্থানীয়রা জানাই। দুষ্কৃতীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাই পুলিশ।