দুর্গাপুরে জাতীয় সড়কে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি, মৃত্যু পথচারীর
আমার কথা, দুর্গাপুর, ১১ অক্টোবর:
পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বৃদ্ধের৷ মৃত ব্যাক্তির নাম চেপু কর্মকার। বয়স আনুমানিক ৬৫ বছর।
জানা গিয়েছে, দুর্গাপুরের মুচিপাড়ার আই.টির আমবাগান এলাকার বাসিন্দা চেপুবাবু একটি গাড়ি ধোয়ার দোকান চালাতেন। চেপুবাবুর পায়ের সমস্যা ছিল বলে তিনি খুঁড়িয়ে হাঁটতেন। প্রত্যক্ষদর্শীরা জানান আজ সকাল ৯ টা নাগাদ চেপুবাবু মুচিপাড়ায় ১৯ নং জাতীয় সড়ক পার হচ্ছিলেন। সেই সময় আচমকাই একটি ডাব বোঝাই গাড়ির সামনে পড়ে যান। গাড়িটি তাকে ধাক্কা মেরে উলটে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যাক্তির। খবর পেয়ে আসে বিধাননগর ফাঁড়ির পুলিশ ও দুর্গাপুর ট্রাফিক পুলিশ। মৃত ব্যাক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশী হস্তক্ষেপে ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি।