দুর্গাপুরের সাথে এবার আসানসোলে হতে চলেছে দুর্গাপুজার কার্নিভাল
আমার কথা, আসানসোল, ১১ অক্টোবর:
এবার প্রথম দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে আসানসোলে। আগামী ২৬শে অক্টোবর আসানসোলে দুর্গাপুজোর কার্নিভাল হবে।এই নিয়ে বুধবার আসানসোলের সার্কিট হাউসে এক বৈঠক অনুষ্ঠিত হল।এদিনের বৈঠকে আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নমবলম এস, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী, পান্ডেবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। বৈঠকে ঠিক হয়েছে আগামী ২৬ শে অক্টোবর আসানসোলে দুর্গাপুজোর কার্নিভাল হবে।ওই কার্নিভালে ১৬ টি পুজো কমিটির অংশগ্রহণ করবে। বি. এন.আর মোড় থেকে ভগৎ সিং মোড় পর্যন্ত্য স্থান ঠিক হয়ে কার্নিভালের জন্য।
প্রসঙ্গত: গত বছর পশ্চিম বর্ধমান জেলায় দুর্গাপুজার প্রথম কার্নিভাল অনুষ্ঠিত হয়েছিল দুর্গাপুরে, যা প্রশংসিত হয়েছিল সব মহলে। এবছরও সেই কার্নিভালের অপেক্ষায় রয়েছেন শহরবাসী৷ চলতি মাসের ১৫ তারিখে দুর্গাপুরে এই কার্নিভাল নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সুত্রের খবর।