উখরায় মহিলাদের বস্ত্রদান
admin
October 18, 2023
আমার কথা, উখরা, ১৮ অক্টোবর:
তৃণমূল কংগ্রেস দলের উদ্যোগে এলাকার মহিলাদের দেওয়া হল নতুন বস্ত্র উপহার। মঙ্গলবার রাতে বস্ত্রদান অনুষ্ঠানটি হয় উখড়া বাজারে অবস্থিত তৃণমূল কার্যালয়ে । উপস্থিত ছিলেন দলের অঞ্চল সভাপতি তথা উখড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শরণ সাইগল, অঞ্চল কমিটির সহ-সভাপতি মিতন পান্ডে, পঞ্চায়েত সদস্য গুজন হাজরা সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা ।
শরণ সাইগল জানান এদিন ২০০ জন দুঃস্থ মহিলাকে পুজো উপলক্ষে শাড়ি উপহার দেওয়া হয় । আগামীকাল বৃহস্পতিবার ১৫০ জন শিশুকে দেওয়া হবে নতুন বস্ত্র ।