পুজোর মধ্যে দুর্গাপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ২ যুবক
আমার কথা, দুর্গাপুর, ১৯ অক্টোবর:
বে-আইনি আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে দুই যুবককে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ। ধৃতরা হল রবি মাহাতো(১৯) ও রাহুল মাহাতো(২০)। এরা দুর্গাপুরের ভিড়িঙ্গী ও পলাশডিহার বাসিন্দা।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক সোশ্যাল মিডিয়ায় আগ্নেয়াস্ত্রর ছবি পোস্ট করে। পাশাপাশি গোপন সুত্রে পুলিশ আগ্নেয়াস্ত্র রাখার খবরও পায়। এই দুই সুত্র ধরে পুলিশ তদন্ত শুরু করে। গতকাল অর্থাৎ বুধবার রাতে ওই যুবকদের কাছে পৌঁছোয় ও তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করে। সাথে তাদের গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার ধৃতদের বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু করে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের পুলিশী হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে কি উদ্দেশ্যে তারা এই আগ্নেয়াস্ত্র তাদের কাছে রেখেছিল আর এই আগ্নেয়াস্ত্র তদের কাছে এলোই বা কোত্থেকে।