বন্ধুদের সাথে বেরিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার রেললাইনের ধার থেকে
আমার কথা, পান্ডবেশ্বর, ১৯ অক্টোবর:
নিখোঁজ হওয়ার পর মৃত অবস্থায় উদ্ধার হল এক যুবক। বুধবার কয়েকজন বন্ধুর সঙ্গে বাইরে বেরিয়েছিল পেশায় গাড়িচালক বছর কুড়ির যুবক রাজু কুমার ভূঁইয়া। বৃহস্পতিবার স্থানীয় থানার তরফ থেকে তার পরিবারকে রাজুর মৃতদেহ উদ্ধারের খবর দেওয়া হয় বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায় রাজুর মৃতদেহ উদ্ধার হয় অন্ডাল সাঁইথিয়া রেল লাইনের জোয়ালভাঙ্গা রেল ফাটকের কাছে। অন্ডাল জিআরপি পুলিশ মৃতদেহ উদ্ধার করে পাণ্ডবেশ্বর থানার হাতে তুলে দেয়। দেহের ময়না তদন্তের পর পাণ্ডবেশ্বর থানার পুলিশ মৃতদেহ পরিবারের হাতে তুলে দেন।
মৃত রাজু কুমার ভূঁইয়ার দিদি মিনা দেবী জানান, এটা কোন দুর্ঘটনার ঘটনা নয় তার ভাইকে খুন করা হয়েছে। তিনি নিরপেক্ষ তদন্তের দাবী করেন এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের উপযুক্ত শাস্তির দাবি রাখেন। মর্মান্তিক এ ঘটনায় কারা জড়িত পুলিশ সঠিক তদন্ত করুক এই দাবিতে রাজুর পরিবার ও স্থানীয় বাসিন্দারা উখড়া কুমারডিহি রাস্তার কুমারডিহি কোলিয়ারির গেট এলাকায় বেশ কিছুক্ষণ রাস্তা অবরোধ করেন মৃতদেহ রেখে। পরে পুলিশের মধ্যস্থতায় রাস্তা অবরোধ তুলে নেন স্থানীয়রা।