দুর্গাপুর দিশারী লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দু:স্থ মহিলাদের বস্ত্র দান
আমার কথা, দুর্গাপুর, ২০ অক্টোবর:
পুজো মানে কাশ ফুল, পুজো মানে ঠাকুর দেখা আর পুজো মানেই নতুন কাপড়। কিন্তু নতুন বস্ত্র কেনার ক্ষমতা তো সবার থাকে না। তাই সেই সকল দু:স্থ মানুষদের পুজোকে আনন্দে ভরিয়ে তুলতে এগিয়ে এলো লায়ন্স ক্লাব দুর্গাপুর দিশারীর সদস্যরা বুধবার “সাজাবো যতনে” শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই ছিল নতুন বস্ত্র বিতরন। এদিন ১৫০ জন দু:স্থ মহিলার হাতে নতুন শাড়ী তুলে দেওয়া হয় লায়ন্স ক্লাবের পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদীপ চ্যাটার্জি(পিডিজি লায়ন), ক্লাবের দুর্গাপুর শাখার সভাপতি কাজল রায়, সম্পাদক অসীম সাহা, কোষাধ্যক্ষ দীপ ব্যানার্জি সহ আরো বিশিষ্ট জনেরা। পুজোর মধ্যে নতুন শাড়ি হাতে পেয়ে খুবই খুশী হন ওই মহিলারা।