ওভারটেক করতে গিয়ে ট্রেলারের চাকার পিষ্ট হয়ে বাইক আরোহীর মৃত্যু
আমার কথা, কাঁকসা ২৮ অক্টোবর:
শনিবার সকাল ৯ টা নাগাদ কাঁকসার ১১মাইলে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর।
দুর্ঘটনাটি ঘটে কাঁকসার ১১মাইল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
মৃতের নাম পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে খবর ওই মোটরসাইকেল আরোহী পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়ক ধরে বীরভূমের দিকে যাওয়ার সময় একটি ট্রেলারকে অতিক্রম করার সময় সামনে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান।
পিছনে থাকা ট্রেলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বাইক আরোহী।
দুর্ঘটনার জেরে মোড় গ্রাম রাজ্য সড়কে যান চলাচল ব্যাহত হয়।
ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে। আটক করা হয়েছে ট্রেলারটিকে।