গরু কিনতে গিয়ে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার ৮দিন পর
আমার কথা, আসানসোল, ২৮ অক্টোবর:
আটদিন নিখোঁজ থাকার পর অবশেষে ঝাড়খন্ড থেকে উদ্ধার হল আসানসোলের বাসিন্দা এক যুবকের মৃতদেহ৷ জানা গিয়েছে, গত শনিবার গরু কেনার জন্য মাইথনের উদ্যেশে বাড়ী থেকে বের হয় !তারপর থেকে বাড়ী ফেরেনি!!শনিবার সকালে ঝাড়খন্ডের চিরকুন্ডা থানার অন্তর্গত নতুনগ্রাম জঙ্গলের মধ্যথেকে যুবকের মৃত দেহ উদ্ধার হয় ওই যুবক।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, সূত্রে যানা যায় কুলটি থানার বরাকর ফাঁড়ির অন্তর্গত বালতোরিয়ারে বাসিন্দা অর্জুন কুর্শী (২১) গত শনিবার গরু কেনার জন্য বাড়ী থেকে বের হয় কিন্তু আর বাড়ী ফিরে আসেনি। রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে যায় ওই যুবক। যদিও বরাকর পুলিশ এই ঘটনায় চার যুবককে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞেসা বাদ শুরু করে এবং তদন্ত শুরু করে। এর পরেই শনিবার ঝাড়খন্ডের চিরকুন্ডা থানার নতুন গ্রাম জঙ্গলের থেকে ঐ নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার হয়, যাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।