সুদকারবারীর হাতে হেনস্থার শিকার অবসরপ্রাপ্ত ইস্পাত কর্মী
আমার কথা, দুর্গাপুর, ৩০ অক্টোবর:
দুর্গাপুর থানার অন্তর্গত ইস্পাত নগরী অবসরপ্রাপ্ত কর্মী স্বপন চৌধুরী সুদে টাকা নেন এলাকারই রাহুল সিং ওরফে আপ্পুর থেকে। সময়মতো সেই টাকার সুদও দেওয়ার পরও মাঝেমধ্যেই মারধর,হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি সপ্তমীর দিন বাড়িতে এসে হঠাৎই ৫০০০ টাকা চাওয়া হয় বলে অভিযোগ, কোনক্রমে ২ হাজার টাকা দেন স্বপনবাবু। এরপর চলতি মাসে ২৬ তারিখ বাড়িতে এসে আচমকাই হামলা চালায় আপ্পু সহ বেশ কয়েকজন দুষ্কৃতি এমনই অভিযোগ জানান অবসরপ্রাপ্ত কর্মী স্বপন চৌধুরীর।
ঘটনার কথা জানিয়ে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আতঙ্কিত ইস্পাত কারখানার অবসরপ্রাপ্ত কর্মী স্বপন চৌধুরী।
পরিবার নিয়ে আতঙ্কিত স্বপন চৌধুরী আরও অভিযোগ, তৃণমূল নেতাদের মদতেই দাপাদাপি তৃণমূল সমর্থিত এই আপ্পুর।
এখনও ঘটনায় কেউ আটক বা গ্রেফতার নেই।
ঘটনায় সুর চড়িয়েছে বিরোধী দলগুলি।
পুলিশ আইন মোতাবেক চলবে। আমরা পরিবারের পাশে আছি বলে দাবি তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সহ-সভাপতি উত্তম মুখার্জির।