দুর্গাপুর থেকে নিখোঁজ তিন বোন উদ্ধার দমদম থেকে
আমার কথা, লাউদোহা, ৩০ অক্টোবর:
নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করল পুলিশ। অভিভাবকের কাছে উদ্ধার হওয়া কিশোরীদের ফেরানোর প্রক্রিয়া চলছে। লাউদোহা থানার ঘটনা।
চলতি মাসের ২২ তারিখ দুর্গাপুর-ফরিদপুর (লাউদোহা) থানার তিলাবনি গ্রাম থেকে নিখোঁজ হয়ে যায় ১৬, ১৭ ও ১৯ বছর বয়সের তিন কিশোরী। সম্পর্কে তারা তিন বোন হয়। বাড়ির তরফ থেকে লাউদোহা থানায় করা হয় নিখোঁজ ডাইরি। তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে বিষয়টি জানানো হয় আশ পাশের সমস্ত থানা ও রেল পুলিশকেও। এরপর পুলিশ মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে ওই তিন বোন দমদম রয়ছে। সেই মতো ফরিদপুর থানার পুলিশ জিআরপিকে জানায়। এরপর জিআরপি থেকে ওই তিন বোনকে আটক করা হয়। তারপর ফরিদপুর থানার পুলিশ গিয়ে ওই তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, যে বড় এবং মেজো বোনের বিয়ে ঠিক করে তাদের বাবা। কিন্তু এখনই তারা বিয়ে করতে চায় না। সেই কারনেউ তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। উদ্ধার হওয়া কিশোরীদের মেডিকেল পরীক্ষা করা হয়। আজ সোমবার আসানসোল চাইল্ড ওয়ালফেয়ার কমিটির হাতে উদ্ধার হওয়া কিশোরীদের তুলে দেয় পুলিশ।