পেট্রোলের বর্ধিত দাম নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে দুর্গাপুরে গরুর গাড়ি নিয়ে প্রতিবাদে কংগ্রেস
আমার কথা, পশ্চিম বর্ধমান, ২৭জুনঃ
বর্তমান নরেন্দ্র মোদি সরকার যতই দাবি করুন না কেন যে দেশ উন্নতির পথে এগোচ্ছে কিন্তু তা মোটেও নয়। দেশ ক্রমশ পিছোচ্ছে। যে ভাবে প্রতিদিন পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে তাতে আগামী দিনে মানুষ আর যানবাহনে চলা ফেরা করতে পারবে না। প্রাগৈতিহাসিক যুগে মানুষ যেমন গরুর গাড়িতে চলা ফেরা করত, মোদি সরকারের দৌলতে বর্ধিত পেট্রোল আর ডিজেলের দামের কারনে সাধারন মানুষ আবার গরুর গাড়িতেই চলা ফেরা করতে শুরু করবে, এমনটাই অভিযোগ প্রাক্তন জেলা সভাপতি তথা বর্তমান এ,আই,সি,সি সদস্য(অখিল ভারত কংগ্রেস কমিটি) দেবেশ চক্রবর্তীর আর তাই আজ মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদের অঙ্গ হিসেবে গরুর গাড়ি নিয়ে এক বিক্ষোভ কর্মসূচী গ্রহণ করা হয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে। গরুর গাড়ি নিয়ে রাজবাঁধ বাস স্ট্যান্ড থেকে একটি মিছিল বের হয় আর সেই মিছিলটি রাজবাঁধে একটি রাষ্ট্রায়ত্ব রেল সংস্থার দপ্তরের সামনে গিয়ে শেষ হয়। এই অভিনব প্রতিবাদ কর্মসূচীতে অংশ নেন কংগ্রেস কর্মী সমর্থকরা।