জাতীয় ঐক্য দিবস উপলক্ষ্যে খনি অঞ্চলে ম্যারাথন দৌড়
আমার কথা, পান্ডবেশ্বর, ৩১ অক্টোবর:
ইসিএলের সোনপুর বাজারি এরিয়ার উদ্যোগে আয়োজিত হল ম্যারাথন রেস । ৪ কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন রেসটির সূচনা হয় সোনপুর বাজারি এরিয়া অফিস চত্বর থেকে । শেষ হয় গ্লাস হাউস এলাকায় । এ দিনের ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছিল সোনপুর বাজারি এরিয়ার সিআইএসএফ জওয়ান, নিরাপত্তা রক্ষী ও কর্মীরা মিলিয়ে মোট ৩০ জন । আগামীকাল বুধবার কোল ইন্ডিয়া সংস্থার প্রতিষ্ঠা দিবসের দিন সফল পাঁচজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে । পতাকা দেখিয়ে ম্যারাথন রেসের সূচনা করেন সোনপুর বাজারি এরিয়ার জেনারেল ম্যানেজার আনন্দমোহন ।
সংস্থার আধিকারিক আবীর মুখোপাধ্যায় জানান কেন্দ্রীয় সরকারের “স্বচ্ছ ভারত ও সুস্থ ভারত” প্রকল্পে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিনে “জাতীয় ঐক্য দিবস”- উপলক্ষে এদিন ম্যারাথন রেসের আয়োজন করা হয়েছিল।