রহস্যজনক মৃত্যু, একই বাড়ি থেকে উদ্ধার তিনটি মৃতদেহ
আমার কথা, কাঁকসা, ১০ নভেম্বর:
পানাগড়ের রেল পাড়ে রাজা বিশ্বকর্মা নামে এক ব্যক্তির বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য চড়ালো এলাকায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। মৃতরা হলেন সিমরন বিশ্বকর্মা(২৩), সীতা দেবী(৭০), ও সনু বিশ্বকর্মা(২১)। সীতাদেবী ও সোনুর বাড়ি ঝাড়খণ্ডে।
জানা গিয়েছে, রেলপাড়ের বাসিন্দা ধনঞ্জয় বিশ্বকর্মা তার স্ত্রীকে নিয়ে আসামে বেড়াতে গিয়েছেন। ছোট মেয়ে সিমরন বাড়িতেই ছিলেন। সিমরনের দিদিমা সীতাদেবী ও মামা সোনু তাদের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
সিমরনের কাকিমা জানান তিনি বাড়িতে কাজ করছিলেন। দুপুর বারোটা নাগাদ মাথায় হেলমেট পড়ে বাইকে করে এক ব্যাক্তি বাড়িতে আসে। কিছুক্ষণ পর আবার বেরিয়ে চলে যায়। এদিন দুপুর বারোটা নাগাদ প্রতিবেশীরা সোনুকে বাড়ির উঠোনে বাকিদের ঘরের ভেতরে তাও আলাদা আলাদা ঘরে খাটের উপর মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।
এলাকাবাসীরা জানিয়েছেন আজ সকালে একটি মোটরসাইকেলে করে একজন ব্যক্তি মাথায় হেলমেট পড়ে তাদের বাড়িতে ঢোকে। কিছুক্ষন পরেই বাড়ি থেকে বেরিয়ে যায়।
কে খুন করেছে তার সঠিক তথ্য জানা যায়নি।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করার পাশাপাশি ঘটনার তদন্তে নামে।
পরিবারের সদস্যরা জানিয়েছেন যাদের মৃত্যু হয়েছে তাদের কারোরই মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না।
বাড়িতে কেউ না থাকার সুযোগ কোনো দুস্কৃতি তাদের তিন জনকে হত্যা করেছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই তিনজনকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। কিন্তু এই খুনের উদ্দেশ্য কি তা এখনই বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে পৌঁছোন ডিসিপি(পূর্ব) কুমার গৌতম।