বৌমা সমকামিতায় লিপ্ত, বাধা দেওয়ায় দুর্গাপুরে খুন হলেন শাশুড়ি
আমার কথা, দুর্গাপুর, ১০ নভেম্বর:
সমকামিতায় আপত্তি করায় শাশুড়িকে খুনের অভিযোগ উঠল গৃহবধুর বিরুদ্ধে। দুর্গাপুরের বেনাচিতি এলাকার ঘটনা। অভিযোগের তদন্ত শুরু করেছে পুলিশ ।
চিকিৎসাধীন এক বৃদ্ধার (৭০) মৃত্যুকে কেন্দ্র করে ছড়ালো চাঞ্চল্য। পুত্রবধূর মারধোরের কারণে ওই বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ওই বৃদ্ধার মৃত্যু হয়। দুর্গাপুরের বেনাচিতির বাসিন্দা মৃত বৃদ্ধার ছেলে জানান তার স্ত্রী সাথে আসানসোলের একটি থানার এক মহিলা সিভিক ভলেন্টিয়ারের অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। বছর দুয়েক আগে তাদের এই সম্পর্ক তৈরি হয়। তাদের বাড়িতে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারের নিয়মিত আসা যাওয়া রয়েছে। ওই বৃদ্ধা একদিন পুত্রবধূর সাথে ওই মহিলা সিভিক ভলেন্টিয়ারকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এই সম্পর্ক নিয়ে আপত্তি জানান ওই বৃদ্ধা ও পরিবারের অন্য সদস্যরা। তারপরেই শুরু হয় অশান্তি। পুত্রবধূ ওই বৃদ্ধাকে নিয়মিত শারীরিক ও মানসিক অত্যাচার করা শুরু করেন। অশান্তি চরমে ওঠে ২৯ শে অক্টোবর তারিখে। ঐদিন পুত্রবধূ ও তার সমকামী সঙ্গী মহিলা সিভিক ভলেন্টিয়ার্স দু-জন মিলে বৃদ্ধাকে মারধর করেন বলে অভিযোগ। ঐ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্ত্রীর বাবা ও দাদা। তারা দু’জনেই স্ত্রীর পক্ষ নেন বলে অভিযোগ মৃতার পুত্রের। এতে বৃদ্ধা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে ভর্তি করায় হাসপাতালে। বৃহস্পতিবার দিন ওই বৃদ্ধার মৃত্যু হয়। স্ত্রী ও মহিলা সিভিক ভলেন্টিয়ার্স এর মারধোরের কারণেই মায়ের মৃত্যু হয়েছে বলে দাবি করছেন বৃদ্ধার ছেলে তথা অভিযুক্ত গৃহবধূর স্বামী। ঘটনার তদন্ত ও অভিযুক্তদের শাস্তির দাবি জানান মৃত বৃদ্ধার ছেলে। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।