দুর্গাপুরে সিলিন্ডার বিস্ফোরনে ঝলসে গেল ৫ জন, আশঙ্কাজনক ২
আমার কথা, দুর্গাপুর, ২১ নভেম্বর:
ক্যাটারিংয়ের রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন ৫ জন। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সুকুমারনগর এলাকায়। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, সুকুমারনগরের বাসিন্দা কমল সরকারের ক্যাটারিংয়ের ব্যবসা আছে। আজ মঙ্গলবার বাড়িতেই অর্ডারের রান্নাবান্না চলছিল। সকাল ১১-১১.৩০ নাগাদ আচমকাই গ্যাস সিলিন্ডার ফেটে যায়। তাতে ঝলসে যান খোদ মালিক কমল সরকার সহ সুবল মাঝি, বিজয় কেশ, শম্ভু পোদ্দার ও অসিত মাঝি নামে ৪ জন কর্মচারী। তাদের তড়িঘড়ি বিধাননগরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতাল সুত্রে জানা গিয়েছে শম্ভু পোদ্দারের অবস্থা খুবই আশঙ্কাজনক। গুরুতর অবস্থা অসিত মাঝিরও। এছাড়াও বাকিদের শরীরও প্রায় পঞ্চাশ শতাংশ ঝলসে গেছে বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে।
এদিকে, বিস্ফোরনের মাত্রা এতটাই তীব্র ছিল যে, বাড়িতে যে গুদামঘরে রান্নাবান্নার সরঞ্জাম রাখা থাকতো, সাথে রান্নার কাজ হতো সেই ঘরের ছাদ ভেঙ্গে পড়েছে। লোহার দরজা ভেঙ্গে গেছে সাথে তা বেঁকেও গেছে। ঘটনাস্থলে মজুত ছিল প্রায় ১৪-১৫ টি সিলিন্ডার। প্রশ্ন উঠছে একটি সিলিন্ডার ফেটে এত ভয়ানক ঘটনা ঘটেছে। তাহলে একাধিক সিলিন্ডার যদি ফাটতো তাহলে পরিণতি কি হতো? ফলে ঘটনাকে ঘিরে বেশ আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।