দুর্গাপুরে সিলিন্ডার বিস্ফোরনের ঘটনায় মৃত্যু ১ জনের, তদন্তে ফরেন্সিক দল
আমার কথা, দুর্গাপুর, ২১ নভেম্বর:
দুর্গাপুরের সুকুমারনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে জখম পাঁচজনের মধ্যে হাসপাতালে মৃত্যু হল শম্ভূ পোদ্দার(৪৬) এর। অসিত মাঝি নামে অপর জখম ব্যাক্তিও হাসপাতালে এই মুহূর্তে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে হাসপাতাল সুত্রে জানা গিয়েছে।
অন্যদিকে এই ঘটনার বিভৎসতা এতটাই ছিল, পাশাপাশি ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার অন্তর্তদন্তে ক্যাটারিং ব্যবসায়ী কমল সরকারের বাড়িতে আজ ফরেনসিক দল আসে। এদিন বিকেলে ৪ সদস্যের একটি দল ওই বাড়িতে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়।
প্রসঙ্গত: আজ সকাল ১১ থেকে ১১.৩০ নাগাদ সুকুমারনগরের বাসিন্দা কমল সরকারের বাড়িতে ক্যাটারিংয়ের রান্নার কাজ চলছিল। সেই কাজে খোদ কমল সরকার সহ তার আরো চারজন কর্মী ব্যস্ত ছিলেন। আচমকাই গ্যাস সিলিন্ডার ফেটে জখম হন কমল সহ বাকিরা। তাদের তড়িঘড়ি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই আজ বিকেলে মৃত্যু হয় শম্ভূ পোদ্দারের।