দুর্গাপুরে ভাড়াবাড়ি থেকে উদ্ধার ভিন রাজ্যের যুবকের রক্তাক্ত দেহ
আমার কথা, দুর্গাপুর, ২৩ নভেম্বর:
ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল ভিন রাজ্যের এক যুবকের মৃতদেহ। ঘরের মেঝেতে পড়েছিল রক্তাক্ত দেহটি। দুর্গাপুরের ফরিদপুর এলাকার ঘটনা। ওই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের।
বৃহস্পতিবার দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়ির বাউরি পাড়ায় ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয় বিহারের বাসিন্দা ছোটন দুবে (২৫) নামে এক যুবকের মৃতদেহ। ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়েছিল যুবকের দেহটি। খবর সূত্রে জানা গেছে ফরিদপুরের বাউরী পাড়ায় গৌতম সাহার বাড়িতে ওই যুবক কয়েক দিন ধরে ভাড়া থাকছিলেন। চিকিৎসা সংক্রান্ত কারণে তিনি বিহার থেকে দুর্গাপুরে এসেছিলেন। দুর্গাপুরের গান্ধী মোড়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল বলে সূত্রের খবর। মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে ভাড়া বাড়ি ফেরে ঐ যুবক। বুধবার থেকে তার ঘরের দরজা বন্ধ ছিল। এদিন সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় থানাতে। পুলিশ এসে দরজা খুলে ভিতর দেখেন মেঝেতে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় ছোটন দুবের মৃতদেহ। পুলিশ দেহটি উদ্ধার করে নিয়ে যায় থানাতে। যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের । এসিপি (কাঁকসা) সুমন কুমার জসওয়াল জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে। গঠন করা হয়েছে চার সদস্যের ফরেনসিক দল। তারা ঘরটি থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে।
ভাড়া বাড়ি থেকে ভিন রাজ্যের যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ঘুরপাক খাচ্ছে কয়েকটি প্রশ্ন। ওই যুবক কি আদৌ চিকিৎসা করাতে দুর্গাপুরে এসে ভাড়া বাড়িতে উঠেছিলেন! চিকিৎসা করাতে এসে কেন তিনি খুন হলেন? খুনিরা স্থানীয় না বহিরাগত? খুনি যদি স্থানীয় হয় তাহলে চিকিৎসা করাতে এসে কয়েকদিনের মধ্যেই স্থানীয় কারো সাথে কি কারণে তার শত্রুতা হলো? তদন্তে সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসিপি সুমন কুমার জসওয়াল।