আসানসোল থেকে দুর্গাপুর ছুঁয়ে শিলিগুড়ি বাস পরিষেবা শুরু এসবিএসটিসির
আমার কথা, আসানসোল, ২৬ নভেম্বর:
দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার পক্ষ থেকে যাত্রীদের সুবিধার্থে আরো দুটি ডিলাক্স বাস চালু করলো আসানসোল থেকে যার উদবোধন হল রবিবার বাস দুটি আসানসোল থেকে শিলিগুড়ি পর্যন্ত চলবে যেটি দুর্গাপুর সিউড়ি মালদা হয়ে যাবে। এদিন ফিতে কেটে সবুজ ঝান্ডা দেখিয়ে উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী মলয়ঘটক। ডিসেম্বর মাসের এক তারিখ থেকে এই বাস পরিষেবা শুরু হবে বলে জানান মন্ত্রী মলয়ঘটক। এছাড়া ডিসেম্বর মাসে পাণ্ডবেশ্বর থেকে কলকাতা বাস পরিষেবা শুরু হবে বলে ঘোষনা করেন এদিন। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয়ঘটক, আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, পাণ্ডবেশ্বর বিধায়ক তথা পশ্চিমবর্ধমান তৃর্ণমুল কংগ্রেস জেলাসভাপতি নরেন্দ্র নাথ চক্রবর্তী সহ আরো অনেকে।