মোহনবাগান ক্লাবের নামে দুর্গাপুরে রাস্তার নামকরন
আমার কথা, দুর্গাপুর, ৩ ডিসেম্বর:
দুর্গাপুর মহাবিদ্যালয় থেকে আই কিউ সিটি হাসপাতাল যাওয়ার রাস্তাটির নতুন নামকরনের সাক্ষী রইলেন শিল্পাঞ্চলবাসী। দুর্গাপুর নগর নিগমের সহায়তায় দুর্গাপুরের মোহনবাগান ফ্যান ক্লাবসের উদ্যোগে এই রাস্তাটির নাম রাখা হল ‘মোহনবাগান অ্যাভিন্যু’। রবিবার সকালে এই অনুষ্ঠানে উজ্জ্বল উপস্থিতি ছিল বিখ্যাত ফুটবলার ব্যারেটো, মোহনবাগান ক্লাবের কর্মকর্তা দেবাশিষ দত্ত, মন্ত্রী প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখার্জি সহ অন্যান্য সদস্যরা, প্রাক্তন কাউন্সিলররা, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ আরো অনেকে।
এদিনের অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেবাশিষ দত্ত জানান, আগামিদিনে দুর্গাপুরে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একটি ফুটবল অ্যাকাডেমি করা হবে। বিগত দিনে দুর্গাপুরে সেইল ও মোহনবাগান ক্লাবের যৌথ উদ্যোগে যে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল তা বন্ধ হয়ে গিয়েছিল। এবারে মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে একক উদ্যোগে ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তাতে ভবিষ্যতে দুর্গাপুর থেকে অনেক ভাল ভাল ফুটবল খেলোয়াড় তৈরী হবে বলে আশাবাদী দেবাশিষ বাবু।