দুর্গাপুর উৎসবের সূচনা, মেলা ঘিরে উন্মাদনা শিল্পশহরে
আমার কথা, দুর্গাপুর, ৩ ডিসেম্বর:
শিল্পশহর দুর্গাপুরে প্রতিবছর দুটি বড় মেলা হয়। একটি চিত্রালয় মেলা ময়দানে রথের মেলা, অন্যটি গ্যামন ব্রিজ ময়দানে কল্পতরু মেলা। এবার যোগ হলো “দুর্গাপুর উৎসব’। পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে, “আসানসোল উৎসব” হচ্ছে বেশ কয়েক বছর ধরে। দুর্গাপুরে উৎসবের চল ছিল না। সরকারি উদ্যোগে এবারই প্রথম চিত্রালয় মেলা ময়দানে আয়োজন হচ্ছে “দুর্গাপুর উৎসব” এর। রবিবার সন্ধ্যাবেলায় হলো উৎসবের সূচনা। উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, মলয় ঘটক, বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। উৎসব চলবে ১৫ দিন। শেষ হবে ১৭ ই ডিসেম্বর। উৎসব কমিটি সূত্রে জানা গেছে মেলার পাশাপাশি উৎসবে থাকছে সাংস্কৃতিক, ক্রীড়া সহ বিভিন্ন বিষয়ে একাধিক অনুষ্ঠান। খাবার, গৃহসজ্জা, প্রসাধনী সামগ্রীর স্টল যেমন থাকছে, তেমনি থাকবে নাগরদোলা সহ ছোট ও বড়দের বিনোদনের হরেক রকমের আয়োজন। প্রতিদিন থাকছে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের গান, নাচ সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও থাকছে যাত্রা, নাটক, বাংলা ব্যান্ডের অনুষ্ঠান। প্রথম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরকার তথা গায়ক জিৎ গাঙ্গুলী ও চিত্র তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
উৎসবকে আকর্ষণীয় করে তুলতে বেশ কয়েক দিন ধরেই চলছিল প্রস্তুতি। গান্ধী ময়দান সংলগ্ন সমস্ত রাস্তাতে আঁকা হয়েছিল আলপনা। রবিবার মেলায় চত্বরে এক লক্ষ মাটির প্রদীপ প্রজ্জলন করা হয়। উৎসব মেলা যাতে নির্বিঘ্নে হয় সেজন্য প্রশাসনিক তৎপরতাও লক্ষ্য করা যাচ্ছে। পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে মেলা চত্বরে পর্যাপ্ত পুলিশ যেমন থাকবে তেমনি মেলার বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। সেই সাথে নজরদারি চালানো হবে ড্রোনের মাধ্যমেও।