দুর্গাপুর ইস্পাত নগরীর আবাসনে ভয়াবহ অগ্নিকান্ড
আমার কথা, দুর্গাপুর, ১৩ ডিসেম্বর:
এক ইস্পাতকর্মীর আবাসনে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল সমস্ত জিনিসপত্র। প্রায় ঘন্টা দুয়েকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বুধবার দুপুরের এই ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় এলাকায়।
জানা গিয়েছে, দুর্গাপুর ইস্পাত নগরীর সি-জোনের ১৯ সেন্ট জেভিয়ার্স মার্গের বাসিন্দা দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী বিশ্বনাথ শীল নাইট সিফট ডিউটি করে বাড়ি ফিরে ঘরে ঘুমোচ্ছিলেন। আচমকাই তাঁর স্ত্রী লক্ষ্য করেন ফ্রিজের পিছন দিকে দাউদাউ করে আগুন জ্বলছে। তিনি সাথে সাথে বিশ্বনাথবাবুকে ঘুম থেকে ডেকে তোলেন। এদিকে প্রতিবেশিরা বিশ্বনাথবাবুর আবাসনের জানলা দিয়ে আগুন জ্বলতে দেখে। তারা তখন ছুটে এসে শীল দম্পতিকে উদ্ধার করে ঘরের বাইরে বের করে নিয়ে আসেন। খবর দেওয়া হয় দমকল বিভাগে। দমকলের একটি ইঞ্জিন এসে প্রায় ঘন্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক অনুমান শর্টসার্কেটের জেরে এই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতির পরিমান কয়েক লক্ষ টাকা।