কাঁকসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ রানীগঞ্জের যুবক
আমার কথা, কাঁকসা, ১৩ ডিসেম্বর:
কাঁকসা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হলেন এক ব্যক্তি।
ওই ব্যক্তির সন্ধানে আজ দুপুর ৩টে নাগাদ কাঁকসা থানার দারস্ত হলেন নিখোঁজ ব্যক্তির পরিবারের সদস্যরা।
পরিবার সুত্রে জানা গিয়েছে, নিখোঁজ ব্যক্তির নাম আলতাফ খান।
৩২ বছর বয়সী ওই ব্যক্তির বাড়ি রানীগঞ্জের চাঁদা মোড় এলাকায়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন গত ৬ই ডিসেম্বর ওই ব্যক্তি কাঁকসার দানবাবা মাজারে এসেছিলেন ব্যক্তিগত কাজে। সেদিন রাতে তার বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরেরদিনও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তার খোঁজ খবর শুরু করে।
সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ করার পরে তারা কাঁকসার দানবাবা মাজারে খোঁজ করেও তার সন্ধান না মেলায়
অবশেষে কাঁকসা থানার পুলিশের দারস্ত হয় পরিবার।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নেমেছে কাঁকসা থানার পুলিশ।