দুর্গাপুরে পরিবহন ব্যবসায়ীর বাড়িতে সিবিআই হানা
আমার কথা, দুর্গাপুর, ১৪ ডিসেম্বর:
দিন দুয়েক ধরে আসানসোলে একাধিক ব্যবসায়ীর বাড়িতে চলছে কেন্দ্রীয় আয়কয় দপ্তরের বাড়িতে তল্লাশী। এরই মধ্যে আবার দুর্গাপুরে এক পরিবহণ ব্যবসায়ীর বাড়িতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের তল্লাশীতে বেশ চাঞ্চল্য ছড়ালো।
বেনাচিতির ভিড়িঙ্গীর আনন্দনগরের বাসিন্দা রঞ্জন সাহার বাড়িতে ভাড়াটিয়া সৌরভ আচার্যের ঘরে বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ একজন মহিলা আধিকারিক সহ পাঁচ সদস্যের সিবিআইয়ের একটি দল ঢোকে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে মূল দরজা বন্ধ রেখে টানা পাঁচ ঘন্টা তল্লাশী চালিয়ে বেলা বারোটা নাগাদ তারা কিছু নথিপথ সাথে নিয়ে চলে যায়। সেই সময় সৌরভ আচার্য বাড়িতে ছিলেন কিনা তা জানা যায়নি। তবে কি কারনে আচমকা এই সিবিআই হানা তা নিয়ে মুখ খুলতে চাননি কোনো আধিকারিকই৷ এদিকে ওই বাড়ির মালকিন জানান গত ২০১৮ সাল থেকে তাদের বাড়িতে পরিবার নিয়ে বসবাস করছেন সৌরভ বাবু। তিনি নিজেকে একটি পরিবহণ সংস্থার কর্ণধার বলে পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিলেন। সুত্রের খবর অবৈধ কয়লা কান্ডে অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা ঘনিষ্ঠ বলে পরিচিত এই সৌরভ আচার্য।