সিটিসেন্টারে “ড্রিংক এন্ড ড্রাইভ” এর উপর পুলিশের বিশেষ অভিযান
আমার কথা, দুর্গাপুর, ২০ ডিসেম্বর:
মদ্যপান করে গাড়ি চালালে প্রাণহানির সম্ভাবনা থাকে। এটি দন্ডনীয় অপরাধ। এই বার্তা দিতে সাথে মদ্যপান করে গাড়ি চালিয়ে যারা আইনভঙ্গ করছে তাদের সেই অপরাধ থেকে বিরত রাখতে বুধবার রাতে এক বিশেষ অভিযান চালানো হল দুর্গাপুর পুলিশের পক্ষ থেকে। সিটিসেন্টার ফাঁড়ির অনতিদুরে এই বিশেষ অভিযান চালানো হয় দুর্গাপুর থানা ও দুর্গাপুর ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে। এই বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন খোদ দুর্গাপুর ট্রাফিকের এসিপি তুহিন চৌধুরী।
তুহিনবাবু জানান, এই অভিযান মাঝে মাঝেই চালানো হয় আর তাতে অনেক বাইক আরোহী কিংবা গাড়ি চালককে দেখা যায় মদ্যপান করে গাড়ি চালাতে। এতে প্রবল দুর্ঘটনার সম্ভাবনা থাকে যাতে মৃত্যুও পর্যন্ত্য হতে পারে৷ তাই মানুষকে সচেতন করতেই মাঝে মাঝে এই বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।