ধর্ষণের প্রতিবাদে দুর্গাপুরে রাস্তায় বসে বিক্ষোভ বিজেপি বিধায়কের
আমার কথা, দুর্গাপুর, ২০ ডিসেম্বর:
নিউ টাউনশিপ থানার অন্তর্গত এ বি এল এর জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটছে এই অভিযোগ তুলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার সামনের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামল বিজেপি। রাস্তায় বসে পড়লেন খোদ বিজেপি বিধায়কও। কেন আইন-শৃংখলার অবনতি ঘটছে শিল্পাঞ্চল দুর্গাপুরে সেই প্রশ্ন তুলে অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় তারা।
বিধায়ক লক্ষণ ঘড়ুই বলেন, রাজ্যজুড়ে আইন-শৃঙ্খলার অবনতি ঘটছে। দিকে দিকে নারী নির্যাতন ঘটছে। দুর্গাপুরে বারে বারে একই ঘটনা ঘটছে। সুরক্ষিত নয় দুর্গাপুরের মহিলারাও। তারই প্রতিবাদে তাদের এই আন্দোলন। অবরোধ তুলতে গেলে পুলিশের সাথে চলে বচসা।